মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩ এপ্রিল বুধবার জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চানেল আই এর জামালপুর জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদা। জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা এটিএন নিউজ এর জামালপুর প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোঃ লুৎফর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সোহরাব হোসাইন। আরো উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এন,এস আই) ডিডি উপপরিচালক বুরহান উদ্দিন, জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি কাজী শাহনেওয়াজ ইমন, সদর থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীরসহ এতিম, শিশু,ছিন্নমূল মানুষ, সরকারি, বেসরকারি কর্মকর্তা,কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ,আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply