মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ জামালপুর জেলার মেলান্দহ পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমানে ৪ বারের টানা কাউন্সিলর মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মিজানুর রহমান মুকুল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও মর্মাহত হয়েছে মেলান্দহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। বিএনপির এক শোক বার্তায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির দীর্ঘ দিনের সভাপতি ও বর্তমান আহ্বায়ক মেলান্দহ -মাদারগঞ্জে প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল এক গভীর শোক বার্তায় জানায়, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুলের মৃত্যুতে আমরা গভীর শোকাহাত, মর্মাহত। তিনি বলেন মিজানুর রহমান মুকুল কে হারিয়ে বিএনপি এক বিশাল শূন্যতা অনুভব করছে, তার এই শূন্যতা কখনো পূরণ হবার নয়। মুকুল কে হারিয়ে বিএনপি একজন সৎ, আদর্শ, নীতিবান, ভালো মনের মানুষ ও একজন ভালো সমাজ সেবক ও সমাজপতি হারালো। মহান আল্লাহ পাক যেন এই শোক আমাদেরকে ও তার পরিবারের সকলকে ধৈর্য ধরে এই শোক সহ্য করার তৌফিক দান করেন। একইসাথে শোক প্রকাশ করেছেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাবেক সফল সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক এম,রফিকুল ইসলাম রহিম, পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুন্জুরুল কবীর মুন্জুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এখানে উল্লেখ্য যে মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ৪ বারের টানা কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মিজানুর রহমান দীর্ঘ দিন যাবৎ অসুস্থ অবস্থায় ভোগছিলেন। তিনি গত ৫ এপ্রিল বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে ইন্তেকাল করেন। পরে ঔদিন বেলা সাড়ে তিন টার দিকে মেলান্দহ কে,পি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাঁকে দাফন সম্পন্ন করা হয়।
তাহার মৃত্যুতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply