কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহীন মিয়া নামে এক তাঁতী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের নলকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন মিয়া ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি আদারভিটা ইউনিয়ন তাঁতী লীগের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মধু জানান, নিহত শাহীন মিয়া সকাল থেকেই বাড়ির পাশে বৈদ্যুতিক যন্ত্রচালিত মেশিনে ধান মাড়াই করছিলেন। বিকেল ৪টার দিকে সংযোগ তার ঠিক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। পরে স্বজনরা উদ্ধার করে মাদারগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাশার বলেন, এ বিষয়ে নিহতের পরিবার কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply