সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
একইসাথে চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যের আরো দু’টি দেশ সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও। এ বছর দেশ তিনটিতে পবিত্র রমজান মাস ২৯ দিনের হলো।
অন্যদিকে ওমান বৃহস্পতিবার ঘোষণা করেছে যে দেশটিতে ঈদুল ফিতর শনিবার (২২ এপ্রিল) উদযাপিত হবে।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, আগামী ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে অফিস শুরু শুরু হবে।
সূত্র : আরব নিউজ ও গালফ নিউজ
Leave a Reply